পুকুরে সাঁতার কাটতে যেয়ে কলারোয়া থানার উপপরিদর্শক রাশেদুলের মৃত্যু
রঘুনাথ খাঁঃ
পুকুরে গোসল করার সময় সাঁতার কাটতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক রাশেদুল ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানার ভিতরের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল ইসলাম মেহেরপুর জেলার গাঙনি উপজেলার গোপালনগর গ্রামের মৃত লেঅকমান হোসেনের ছেলে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের
কর্মীরা অচেতন অবস্থায় উপপরিদর্শক রাশেদুলকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পলীক্ষা শেষে জানা যায় যে তিনি সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে মৃত বলে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কলারোয়া স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুল-াহ জানান, উপপরিদর্শক রাশেদুল গোসল করার সময়
পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খবর পেয়ে তাৎক্ষনিক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাতে মৃত বলে ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন মৃধা জানান, গত ২৩ মার্চ কুষ্টিয়া জেলার উকশা থানা থেকে রাশেদুল কলারোয়া থানায় উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। ১৯৮২ সালে জন্ম তার। রবিবার সকালে থানার ভিতর পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি
পুকুরের পানিতে ডুবে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, দুপুর দুইটায় সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পুলিশ লাইনে প্রথম জানাযা শেষে রাশেদুলের লাশ তার গ্রামের গ্রামের বাড়িতে পাঠানো হবে।