খুলনায় বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৩৭
নিউজ ডেস্ক:
পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিএনপি নেতা শফিকুর আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাতে খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশের ওপর হামলা চালিয়ে ১৪ জনকে আহত করা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টার দিকে ৬নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছিল। ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মীদের নিভৃত করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পিকচার প্যালেস মোড় থেকে বিএনপি অফিস পর্যন্ত ধাওয়া পাল্টা-ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে।
বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে ১৪ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় ৮ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে খুলনা সদর থানায় একটি মামলা হয়। মামলা নং-৩১।
খুলনা থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ায় বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।