সাতক্ষীরায় অসহায় গ্রামবাসীকে মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
শহর প্রতিনিধি :
সাতক্ষীরায় অন্যের জমির উপরে সাদের কার্ণিস বাড়াতে বাধা দেওয়ায় অসহায় গ্রামবাসীকে মিথ্যা মামলায় জেল হাজত খাটানো এবং খুন জখমসহ বিভিন্নভাবে হয়রানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, রাজারবাগান এলাকার মোহর আলীর পুত্র শফিকুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি বলেন, অত্র এলাকায় আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সম্প্রতি সাতক্ষীরা সদরের ভাড়–খালী থেকে এসে জমি ক্রয় করে ইমাদুল সরদার। তার ক্রয় করা সম্পত্তিতে গত ১৯ এপ্রিল ২০২২ তারিখে বাড়ি নির্মাণের সময় আমাদের সম্পত্তির উপর ছাদের কার্ণিস বাড়িয়ে নির্মাণ শুরু করে। আমরাসহ স্থানীয় ব্যক্তিবর্গ বাধা দেওয়ায় গালি গালাজসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে।
এঘটনায় সাতক্ষীরা পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করলে পৌরসভা তাদের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেও সে নির্দেশ না মেনে কাজ অব্যাহত রাখে। স্থানীয় এলাকাবাসী এবিষয়ে প্রতিবাদ করলে ইমাদুল সরদার মিথ্যা নাটক সাজিয়ে সদর থানায় আমার পিতা এবং আমাকেসহ ৫ জন অসহায় ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ আমাকে আটক করে কারাগারে প্রেরণ করে। আমি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসলে ইমাদুল আবারো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এমনকি বার বার আমারসহ গ্রামবাসীর বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করে যাচ্ছে। অথচ উক্ত মামলার এজাহারে যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে সে তারিখে ইমাদুলসহ তার দুই পুত্র সজীব ও নুর হোসেন আমার পিতাকে মারপিট করে। সে সময় একজন সাংবাদিক ও পুলিশ সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় কাউন্সিলর প্রতিশ্রুতি দেন। আমরা কাউন্সিলের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও মামলাবাজ ইমাদুল ঘটনায় প্রায় ১মাস পরে থানা গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং ওই মিথ্যা মামলায় জেল হাজতও খাটিয়েছে। এখন তার বিরুদ্ধে কথা বললেই পুলিশের ভয় দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। ওই পরিবারটির কারনে এলাকার শান্তিপ্রিয় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি ইমাদুল কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যহতি প্রদান এবং ইমাদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সাবাদিক সম্মেলনে রাজার বাগান গ্রাম বাসীরা উপস্থিত ছিলেন।