শ্যামনগরে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর এবং সিএসওদের সাথে মতবিনিময় সভা
Post Views:
৩৯৮
শ্যামনগর প্রতিনিধিঃ
দাতা সংস্থা অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর এবং সিএসওদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। এসময় উক্ত প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলের মাঝে উপস্থাপন করেন। একই সাথে তিনি এ পর্যন্ত প্রকল্প হতে বাস্তবায়িত কাজসমূহ সকলকে জানান এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম কেমন হবে, কিভাবে বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের নিকট মত বিনিময় করেন।
মতবিনিময় সভায় সিবিও সদস্যরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের কাজ সম্পর্কে সকলকে জানান। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আমির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ আল ইমরান, নকশীকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, সাংবাদিক আবু সাঈদ, এম কামরুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা রিকল-২০২১ প্রকল্পের চলমান কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, প্রকল্পটির কাজ খুবই চমৎকার, গ্রামীন দরিদ্র নারীদের কল্যানে প্রকল্পের কাজগুলি খুবই যুগোপযোগী ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরীর জন্য যে ট্রেনিংগুলো বাস্তবায়ন করছে সেটা খুবই ভালো উদ্যোগ।