কলারোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি ইউনিয়ন যুগ্ম চ্যাম্পিয়ান
কামরুল হাসান:
কলারোয়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ।
খেলার প্রথমার্ধের শেষ মিনিটে কুশোডাঙ্গার ইমরান গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে বৈরী আবহাওয়ার মধ্যে কেঁড়াগাছি গোল পরিশোধ করলে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলে বৃষ্টির কারণে আর খেলা করানো সম্ভব না হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়। খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইন চার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আঃ রব, চেয়ারম্যান সাঈদ আলী গাজী,
আফজাল হোসেন হাবিল, মেডিকেল অফিসার ডাঃ রনজিত হালদার, বি,আর,ডি,বি অফিসার মো. সোহেল হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কৃতি ফুটবলার দীলিপ ঘোষ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলুসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান, মোশাররফ হোসেন, রুহুল আমিন, মাষ্টার মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক মো. রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, মো. জাহাঙ্গীর হোসেন, মোঃ রুস্তম আলী।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত করে রবিবার বিকাল ৫টায় পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
Please follow and like us: