আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শোভনালী চ্যাম্পিয়ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শোভনালী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলায় সকালে শোভনালী ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়ন দল মুখোমুখি হয়। শোভণালী দল ১-০ গোলের ব্যবধানে শ্রীউলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও ট্রফি বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, ওসি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি,
শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, সদস্য ছোহরাব হোসেন, বাবলু, লাকি, জি এম আক্তারুজ্জামান প্রমুখ। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, উত্তম কুমার মন্ডল, সঞ্জয় কুমার মন্ডল ও ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও সেলিম রেজা। খেলা ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন শোভনালী দলের মহিব উল্লাহ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন একই দলের ফাইম।