আত্মসমর্পণকারী সেনার সংখ্যা আরও বাড়ার তথ্য জানাল রাশিয়া
অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু শুক্রবার বলেছেন, মারিউপোলের আজভস্টালে অবরুদ্ধ থাকা প্রায় ২ হাজার সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার তারা জানিয়েছিল, ১ হাজার ৭৩১ জন ইউক্রেনীয় সেনা তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
এ ব্যাপারে সোইগু বলেছেন, আজভস্টাল এখনো অবরুদ্ধ করার প্রক্রিয়া চলছে। জাতীয়তাবাদীরা আত্মসমর্পণ করছে। এ মূহুর্তে ১ হাজার ৯০৮ জন তাদের অস্ত্র ফেলে দিয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
তবে যুক্তরাজ্যের গোয়েন্দারা তাদের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানিয়েছে, রাশিয়ার কাছে আজভস্টালের প্রায় ১ হাজার ৭০০ সেনা আত্মসমর্পণ করেছে।
আজভস্টাল ছিল মারিউপোলে ইউক্রেনের সেনাদের সর্বশেষ ঘাঁটি।
রাশিয়ার সেনারা মারিউপোলের বেশিরভাগ অঞ্চল দখল করতে পারলেও আজভস্টালের দখল নিতে তাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।
কারণ সেখানে থাকা সুড়ঙ্গের ভেতর আশ্রয় নিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।
তবে দিন দিন আজভস্টালের ভেতরের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে ইউক্রেনের সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকেই সেখানে আটকে থাকা সেনাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
আজভস্টালে আটকে থাকা সেনারা আত্মসমর্পণ করার পর তাদের নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে।
সূত্র: বিবিসি