কলারোয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত
কামরুল হাসান:
কলারোয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৬ষ্ঠ শ্রেণি হতে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে মোট ৪টি গ্রুপে এ প্রতিযোগিতা হয় বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, দৈনিক সমতটের সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বোয়ালিয়া মাদ্রসার সহ সুপার মোঃ আলতাফ হোসেন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ।
বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, আহবায়ক -সরকারি কলেজের প্রভাষক সাদমান সাকিব, সদস্য-কাজির হাট কলেজের প্রভাষক ভোলানাথ মন্ডল, খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, গোবিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন কুমার হোড়, খোরদো এম এল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র পাল। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে নির্বাচিত/বিজয়ী প্রতিযোগীরা আগামীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।
Please follow and like us: