কালিঞ্চী আঃ গফফার লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষক সাইদুজ্জামানের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা পরিচয়দানের অভিযোগ

শ্যামনগর ব্যুরো:
শ্যামনগরে কালিঞ্চী আঃ গফফার তালিমুল কুরআন নূরানী
হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষক
সাইদুজ্জামান শাহীনের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা পরিচয় দেওয়ার
অভিযোগ উঠেছে। সাইদুজ্জামান শিক্ষকের দায়িত্ব পেয়ে নিজের
নামে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন করিয়ে প্রতিষ্ঠাতা আব্দুল গফফারকে
তাড়িয়ে দেন এমন অভিযোগ তোলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
আব্দুল গফফার। এ বিষয়ে আব্দুল গফফার শ্যামনগর নিজ বাদী হয়ে
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ
দ্বায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে যে, এলাকার
ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে আলোচনা করে এলাকার কোমলমতি
শিশুদের ইসলামী শিক্ষা দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত
গ্রহণ করেন। যার প্রেক্ষিতে আঃ গফফার সহ তার আপন ছোট ভাই
মোঃ আকবর আলী নিজ নামীয় ভেটখালী ১/৬৮ নং খতিয়ানের ১৩৮৪
নং দাগের ০.৩৩ শতক সম্পত্তি কালিঞ্চী আঃ গফফার তালিমুল কুরআন
নূরানী হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার
নামে দান করেন। উক্ত সম্পত্তিতে প্রতিষ্ঠান তৈরী করার জন্য আঃ
গফফার নিজে পৃষ্ঠপোষকতা করেন এবং এলাকার ধর্মপ্রাণ মানুষেরা
দানের হাত বাড়িয়ে দেন। এক পর্যায়ে গত ২০২০ সালে উক্ত
প্রতিষ্ঠানের পাকা ভবন নির্মিত হয়। পরে উক্ত প্রতিষ্ঠানে আঃ
গফফারের জামাতা মোঃ হাবিবুর রহমান তার নিজ নামীয় কালিঞ্চী
মৌজার ১ একর ৪১ শতক সম্পত্তি উক্ত প্রতিষ্ঠানের নামে লিখে দেন।
এলাকার সর্ব সাধারণের সম্মতিক্রমে গত ২০ সেপ্টেম্বর ২০২০
তারিখে সাতক্ষীরা ০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল
হায়দার এমপি উক্ত প্রতিষ্ঠানের নাম ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন
করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটি
সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা সহ কোমলমতি শিশুরা যাতে
ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে সেই কারনে হাফেজ
সাইদুজ্জামানকে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক হিসেবে মৌখিকভাবে দায়িত্বভার প্রদান করেন। প্রতিষ্ঠানে ধর্মপ্রাণ
মানুষেরা অনুদান প্রদান
করতে থাকে। কিন্তু সাইদুজ্জামান আঃ গফফারের সরলতার সুযোগে
উক্ত দান-অনুদানের কোন হিসাব লিখিবন্ধ না করে এবং আঃ
গফফারকে কোন কিছু না জানিয়ে দান-অনুদানকৃত
অর্থ আত্মসাৎ করতে থাকেন। বিষয়টি আঃ গফফার অনুধাবন করতে
পেরে হাফেজ সাইদুজ্জামানকে বারবার উক্ত প্রতিষ্ঠান সংক্রান্ত দান-
অনুদানের হিসাব নিকাশ দিতে বললে সে কোন হিসাব নিকাশ
না দিয়ে গড়িমষি করতে থাকেন। অন্যদিকে হাফেজ
সাইদুজ্জামানের ফেসবুক আইডি ঝযধবফুুঁধসধহ ঝযধরহ ঘেটে
কালিঞ্চী গফফার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, নুরানী
কিন্ডার গার্টেন, লিল্লাহ বোডিং ও এতিমখানার নামে
প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীও প্রদানের পোস্ট দেখাগেছে। এবং
পরবর্তীতে সম্প্রতি হাফেজ সাইদুজ্জামান তার ফেসবুক আইডি
থেকে কালিঞ্চী হাফিজিয়া মাদ্রাসা, নূরানী কিন্ডার গার্টেন,
লিল্লাহ বোডিং ও এতিমখানার প্রতিষ্ঠিতা হিসাবে পরিচয়
দিচ্ছেন। এমনকি নূরানী তালিমুল কুরআন ও চট্টগ্রাম বাংলাদেশ
হতে রেজিস্ট্রেশন করেছে এমন ধরনের পোস্টও দেখাগেছে। বিষয়টি
এলাকায় সর্বমহলে মধ্যে নানা মন্তব্য শুরু হয়েছে। এলাকা ঘুরে
জানাগেছে প্রতিষ্ঠানটি আঃ গফফার তৈরি করেছেন।
এই নিয়ে হাফেজ সাইদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি
কোন কথা বলতে রাজি হননি।
তবে বিষয় নিয়ে সাবেক ইউপি সদস্য সোহরাব আলী বলেন,
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আঃ
গফফার ছিলো কিন্তু এখন কি ঝামেলা হচ্ছে বলতে পারবো না।
রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, প্রতিষ্ঠান
নিয়ে কি বিরোধ চলছে জানি না। তবে অভিযোগের প্রেক্ষিতে
দুইপক্ষকে অবগত করেছি। বসাবসির মাধ্যমে জানাযাবে
প্রতিষ্ঠানটি কার।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)