চীনের প্রেসিডেন্টের কাছে আকুতি, ‘ওদের বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন’
অনলাইন ডেস্ক: মারিউপোলের আজভস্টালে আটকে থাকা সেনা ও যোদ্ধাদের পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করতে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সংবাদ সম্মেলনে আজভস্টালে আটকে থাকা পাঁচজন সেনার স্ত্রী ও একজন সেনার বাবা কথা বলেন।
স্টাভার ভাইচনিয়াক নামে এক বাবা বলেন, পৃথিবীতে এখন একজন মানুষই অবশিষ্ট আছেন যাকে আমরা বলতে পারি, তিনি হলেন চীনের নেতা।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে রাশিয়া ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর চীনের অনেক প্রভাব আছে। আমরা অনুরোধ করছি ব্যবস্থা নিন। ওদের বাঁচাতে ও বের করে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
নাতালিয়া জারাতস্কা নামে একজন স্ত্রী বলেন, পৃথিবীতে একজন লোকই আছেন যাকে না করতে পারবেন না পুতিন। যোদ্ধাদের বাঁচাতে এগিয়ে আসুন।
তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস আছে চীন শক্তিশালী দেশ। ভালোর উদ্দেশে কিছু করার ক্ষমতা তাদের আছে।
নাতালিয়া জারাতস্কা নামে ওই স্ত্রী আরও বলেছেন, তিনি তার স্বামীর সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছেন। তার স্বামী জানিয়েছে, রাশিয়া আকাশ, নৌ ও স্থল তিন দিক দিয়েই আজভস্টালে হামলা চালাচ্ছে।
এদিকে মারিউপোলের আজভস্টালে আটকে থাকা আজভ বিগ্রেড জানিয়েছে, ক্ষত নিয়ে অনেক যোদ্ধা মারা যাচ্ছে।