হরিনগরে বসত ভিটা থেকে গাছ কাটায় থানায় অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরে বসত ভিটা থেকে গাছ কাটার অভিযোগ, থানায় অভিযোগ উঠেছে ৷ অভিযোগ সূত্রে জানাগেছে যে, হরিনগর মৌজার ৭৯ নং জে,এল এস.এ খতিয়ান নং-৫০৭ এস, এ দাগ নং জমির পরিমান ১০.৮৬ একর সম্পত্তির মধ্যে.০৬ শতক ভিটা সম্পত্তিতে দীর্ঘ
৭০/৮০ বৎসর যাবৎ স্থায়ী ভাবে বসবাস করে আসছে শহীদ মোহর আলী মোড়ল (বীর মুক্তিযোদ্ধা)র পুত্র মোঃ খবিরউদ্দীন মোড়ল ৷
গতকাল ১১ মে ২০২২ তারিখ সকাল আনুঃ ৬.০০ টার সময় একুই এলাকার মৃতঃ ছফেদ আলী মোড়লের পুত্র মোঃ শহিদ মোড়ল (৪৮), মোঃ হাবিবুর মোড়ল (৪০), মোঃ কওছার আলী মোড়ল (৪৫), মোঃ আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র জিয়াউর রহমান (৩৫), মোঃ রেজাউল করিম (৪০), মোঃ মাছুম বিল্লাহ (৩৭), মৃতঃ জাফর মোড়লের পুত্র মোঃ ফকির মোড়ল (৬২), মোঃ আব্দুর রাজ্জাক মোড়ল (৬৫), মৃত আরশাদ আলীর পুত্র মোঃ আক্তার মোড়ল (৪৫) একেত্রিত ভাবে ভিটাবাড়ী দখলের পায়তারা করে এবং ভিটার গাছপালা কেটে উজাড় করে ফেলে ৷
বিষয়টি নিয়ে খবিরউদ্দীন মোড়ল শ্যামনগর থানায় একটি অভিযোগ করেন ৷ অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ আশরাফুল ইসলাম ঘটনা পরির্দশন করেন এবং জানান, যেহেতু ঐ স্থানে বিজ্ঞ আদালতের মামলা রয়েছে সেই হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ শালিসি মিমাংসার মাধ্যমে সমাধান করবেন বলে জানিয়েছেন ৷
Please follow and like us: