আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, মোংলায় ২ নম্বর সতর্ক সংকেত
নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব। সোমবার সকাল থেকেই মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে হালকা বাতাসও। এজন্য মোংলা বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি মোংলা থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এরই মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে বনবিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বন্দর চ্যানেলে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে। বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে।