ঈদে বাড়িতে এসে খুন হলেন ছাত্রলীগ নেতা
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নাজমুল হুদা নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (৪ মে) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হুদা কান্দাইল কামারহাটিয়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। নাজমুল হুদা ঢাকায় থাকতেন। ঈদে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মে) বিকেলে গ্রামীণ মেলায় স্থানীয় দুই শিশুর ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে কান্দাইল গ্রামে সালিশ বসে। সালিশ থেকে ফেরার পথে কয়েকজন যুবক নাজমুলের ওপর অতর্কিত হামলা চালান। তাদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।