পারিবারিক কবরস্থানে শায়িত হলেন অধ্যাপক ড. রোজিনা আক্তার লাকী
ফারুক সাগর, তালা:
পারিবারিক কবরস্থানে শায়িত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. রোজিনা আক্তার লাকী (৫২)।তিনি ছিলেন মৃত সেখ সানার উদ্দিনের জ্যেষ্ঠ কন্যা ।মরহুমার শেষ জানাজা অনুষ্ঠিত হয় বুধবার জোহরবাদ স্থানীয় তালার বালিয়াদহ নিজ গ্রামে ।মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ।দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পাইকগাছায় নিজ বাড়িতে ।তৃতীয় এবং শেষ জানাজা সম্পন্ন করার পর মরহুমের পিতা মৃত মাস্টার সেখ সানার উদ্দিন কবরের পাশে তাকে শায়িত করা হয়েছে।
মাওলানা শেখ আব্দুল আল মামুন জানাজা পড়ান এবং বলেন প্রয়াত অধ্যাপক ড. রোজিনা আক্তার লাকী সকালের প্রিয় ব্যক্তি ছিলেন ।তিনি সৎ এবং নিষ্ঠার সাথে তার কর্ম জীবন অতিবাহিত করেছেন।তার কর্ম জীবন আরম্ভ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার মাধ্যমে এবং তার চলার পথে কোন ভুল করলে সবাই মরহুমাকে ক্ষমা করে দিবেন ।
প্রয়াত অধ্যাপক ড. রোজিনা আক্তার লাকীর ছোট ভাই জেলা দায়রা জজ(ঢাকা) মুজাহিদুল ইসলাম বলেন আমাদের চার ভাইবোনদের মধ্যে আপা সবার বড় ছিলেন ।কর্ম জীবনের সকল পর্যায়ে তিনি সকলের প্রিয় ছিলেন ।তার হঠাং চলে যাওয়া আমারা গভীরভাবে শোকাহত ।তিনি কোন ভুল করে থাকলে সবাইকে মাপ করে দেওয়া অনুরোধ করেন ।
প্রয়াত অধ্যাপক ডা: রোজিনা আক্তার লাকী অন্য আর এক ভাই অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুজ্জামান মনি বলেন আপু আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় ।