চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪পদে ৮জন প্রার্থী

খুলনা প্রতিনিধিঃ

চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪পদে ৮জন প্রার্থী
খুলনা প্রতিনিধি চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য র্নিবাচনে
আগামী ২৮ এপ্রিল ২০২২ দুই প্যানেলে ৪টি পদের বিপরিতে ৮ জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বীতা
করবেন। এদিকে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার শেখ ফিরোজ
আহম্মেদ আমাদের প্রতিনিধিকে বলেন, ফরম (৩) প্রবিধান ২১ দ্রষ্টব্য অনুযায়ী বৈধ র্প্রাথীর তালিকা
প্রকাশ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা র্পযন্ত
অত্র বিদ্যালয়ের শ্রেণী কক্ষে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি
র্নিবাচনের লক্ষে বৈধ ভোটারের তালিকায় ভোট গ্রহণ হবে। র্নিবাচনে ৪ টি পদের বিপরীতে মোট ৮ জন
অভিভাবক সদস্য ২ প্যানেলে র্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অভিভাবক সদস্যরা হলেন (১)আবুল
কালাম সরদার, গ্রাম- চুকনগর। (২) ইকবাল হোসেন সালাম, গ্রাম- চুকনগর। (৩) কামরুল ইসলাম, গ্রাম-
মালতিয়া। (৪) বিধান তরফদার, গ্রাম- নরনিয়া। (৫) মোঃ আব্দুস সালাম, গ্রাম- চাকুন্দিয়া। (৬) মোঃ
মোজাফফর রহমান দিপু, গ্রাম- চুকনগর। (৭) সঞ্জয় মজুমদার, গ্রাম- রোস্তমপুর। (৮) সরদার মাসুম
বিল্লাহ, গ্রাম- চুকনগর, ডুমুরিয়া, খুলনা। ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের
নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য র্নিবাচন কে সামনে রেখে গত
২১ র্মাচ তারিখে অভিভাবক ও দাতা শ্রেণির চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন অনুমোদিত হয়। এদিকে দাতা
সদস্য’র বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু আমাদের প্রতিনিধিকে বলেন, আমি প্রবিধান
অনুযায়ী দাতা সদস্য করেছি। এখানে আমার ব্যাক্তিগত কোন র্কতৃত্ব করা হয়নি। সব কিছু নিয়ম মাফিক
করা হয়েছে । সকল কাগজ পত্র আমার কাছে আছে। আমি দাতা ভোটারের জন্য বিজ্ঞপ্তি আহ্বান করেছি
২০ জানুয়ারী ২০২১ সালে। সেখানে র্সব সাধারণের জ্ঞার্তাথে জানানো হয়েছে যে, চুকনগর মাধ্যমিক
বালিকা বিদ্যালয়ের আগামী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য এককালীন দাতা ভোটার বাবদ ২০
হাজার টাকা। এবং আজীবন দাতা সদস্য ভোটারের জন্য ২ লক্ষ টাকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেখানে বলা হয় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি প্রধান শিক্ষক বরাবর অথবা অগ্রণী
ব্যাংক চুকনগর শাখায় বিদ্যালয়ের (০২০০০০২১২২৫৭১) এ টাকা জমা র্পূবক রশিদ জমা দেওয়ার জন্য
অনুরোধ করা হয়েছে। যার স্বারক নং /চুকমাবাবি-(০১)-২০২১। এবং এই বিজ্ঞাপনটি ২০ ডিসেম্বর ২০২১
দৈনিক র্পূবাঞ্চল পত্রিকায় দাতা সদস্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে একজন নগদ ২০
হাজার টাকা দিয়ে দাতা সদস্য ক্রয় করেন জনাব প্রহ্লাদ কুমার ব্রহ্ম র্নিবাচিত হয়। তারিখ
২৮/১২/২০২১। নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে জনাব প্রহ্লাদ কুমার ব্রহ্মের নিকট থেকে
এককালীন দাতা ভোটার বাবদ ২০ হাজার টাকা বুঝিয়া গ্রহণ করি। প্রহ্লাদ কুমার ব্রহ্ম বাংলাদেশ ও
ভারতের দ্বৈত নাগরিকের বিষয়ে জানতে চায়লে প্রধান শিক্ষক বলেন, এটা আমার জানা নেই। আমার
কাছে তার যে কাগজ পত্র আছে তাতে তিনি বাংলাদেশের নাগরিক। কাগজপত্র অনুযায়ী তার বাড়ি আটলিয়া
গ্রামে। দাতা সদস্য কতৃক ২০ হাজার টাকা কোথায় আছে জানতে চায়লে তিনি বলেন, বিদ্যালয়ের ভৌত
অবকাঠামো উন্নয়নের পিছনে খরচ করেছি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)