শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দীলিপ
শ্যামনগর প্রতিনিধি:
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ সাতক্ষীরার শ্যামনগরের রাজা লক্ষ্মণ সেন ও রাজা প্রতাপাদিত্য রক্ষিত দেবীর একান্ন পীঠের পবিত্র পীঠস্থান শ্রী শ্রী যশোরেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। একই সাথে তিনি মন্দিরে পূজা দেন।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলার সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য, ফিল্ড অফিসার সঞ্জয় সরকার ও মিনটু হালদার, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি মধুসূদন মন্ডল, শ্যামনগর উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র মন্ডল, রাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের সভপতি জয়দেব বিশ্বাস, রামরঞ্জন বিশ্বাস, কৃষ্ণসখা দাশ ব্রক্ষ্মচারী, সনজিত চন্দ্র দাশ, বিষ্ণুপদ মন্ডল প্রমুখ। এ বিষয়ে সচিব সরকারের উপর মহলের সাথে কথা বলে দ্রুত এ মন্দিরটির সংরক্ষণ ও সংস্কারের আশা প্রকাশ করেন। সচিব ডা. দীলিপ ঘোষ শ্যামনগরবাসীসহ সকল ভক্তবৃন্দের শ্রীশ্রী যশোরেশ্বরী কালী মন্দিরকে সার্বজনীন করার দাবীকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন এবং সব ধরনের সার্বিক সহযেগিতার আশ্বাস প্রদান করেন।