স্থানীয় নির্বাচিত সরকার, সামাজিক নেতা ধর্মযাজক ও ধর্মগুরু মুন্ডা পাহান নেতা ও পাহানদের সাথে সমন্বয় সভা
Post Views:
৩০৩
শ্যামনগর প্রতিনিধিঃ
আজ ২৪ শে ফেব্রুয়ারী সকাল ১০টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে পাওয়ানকা ফান্ডের সহযোগিতায় আরএসএফ সোশ্যাল ফিন্যান্স এর অর্থায়নে “ সুন্দরবন উপকুলীয় অঞ্চলের আদিবাসীদের প্রথাগত জ্ঞানের প্রসার ও জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 6 নাম্বার রমজান নগর ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় নির্বাচিত সরকার, সামাজিক নেতা, ধর্মযাজক ও ধর্মগুরু মুন্ডা পাহান নেতা ও পাহানদের সাথে সমন্বয় সভা আয়োজন করা হয়। সভায় গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব শেখ আল-মামুন বলেন আদিবাসীদের প্রথা, সংস্কৃতি ও সামাজিক আইন বিষয়ে ভাল একটা আলোচনা শুনলাম, আমার যদি কোন সহযোগিতা থাকে বলবেন আমি সাধ্য মত চেষ্টা করব। সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিমল গাইন, পুরোহিত স্বপন ব্যানার্জি, ধর্মযাজক সন্দীপ চক্রবর্তী, বনমালী রপ্তান, নিখিল কুমার গাইন ও নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যাগণ এবং বিভিন্ন পাড়া থেকে আগত মুন্ডা পাহান নেতারা। বাহামনি মুন্ডার উপস্থাপনায় আদিধর্ম ও তাদের সামাজিক অবকাঠামো ব্যবস্থা ও ধর্মীয় রীতিনীতি, পূজা ব্যবস্থাপনা ও আধ্যত্নিক বিষয় আলোচনা করনে রামপ্রষাদ মুন্ডা।শুভেচ্ছা বক্তব্য দেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ।