বাজার তদারকি টিম ভোক্তা পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদেরকে লিফলেট ও ব্রুসিয়ার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা সদর ও নূরনগর বাজার তদারকি করেন। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান, জেলা পুলিশ ফোর্স ও শ্যামনগর উপজেলা সেনিটারি ইন্সপেক্ট’এর সহায়তায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ:পরিচালক মো. নাজমুল হাসান। এসময়ে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
মনিটরিং চলাকালে বাজার তদারকি টিম ভোক্তা পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদেরকে লিফলেট ও ব্রুসিয়ার বিতরণ এবং পরামর্শ প্রদান করেন। এ তদারকি কার্যক্রমের সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় শ্যামনগর সদরে নিউ সততা বেকারীতে ১০ হাজার ও নূরনগর বাজারে সোনার বাংলা বেকারীতে ৫ হাজার মিলে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। বেকারী দুটিতে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় এ অপরাধে অভিযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Please follow and like us: