কালবৈশাখী ঝড়ে স্পিডবোটডুবি, কিশোরীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সন্দীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোটডুবিতে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছেন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের গুপ্তছড়া ঘাট থেকে সন্দীপের মাইটভাঙ্গা ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মৃতের নাম নুসরাত জাহান আনিকা। ১৪ বছর বয়সী আনিকার বাড়ি সন্দীপের মগধরা এলাকায়।
ঘাটের ইজারাদার এস এম আনোয়ার হোসেন জানান, ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি সন্দীপের মাইটভাঙ্গা ঘাটে যাচ্ছিল। ঘাটে পৌঁছানোর একটু আগে কালবৈশাখী ঝড়ের প্রভাবে দমকা বাতাস ও প্রবল ঢেউয়ে স্পিডবোটটি ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফরুল্লাহ জানান, ওই কিশোরীর মরদেহ সন্দীপের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে রয়েছে। নিখোঁজ শিশুকেও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।