খুলনায় পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়ী গ্রেফতার
Post Views:
৫২০
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৩ জুয়াড়ী গ্রেফতার। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত্র আড়াই ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৩ জুয়াড়ীসহ নগদ ৮,৯৫৮ টাকা এবং ১৩ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
জানাযায়, খুলনা সদর থানাধীন হাজি মহাসীন রোড বাইলেন সংলগ্ন জনৈক নুরুল ইসলামের ৪তলা বিশিষ্ট বাড়ির নিচতলার দক্ষিণ পাশের ৩টি কক্ষের মধ্যে জুয়াখেলা অবস্হায় জুয়াড়ী ১) ইব্রাহিম শেখ (২৫), পিতা-মৃত: জলিল শেখ, সাং-আবাসপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা, এ/পি সাং-মৌলভী পাড়া টিবি বাউন্ডারী রোড, থানা-খুলনা ২) কাজী শরিফুল ইসলাম(৪২), পিতা-কাজী হারুনুর রশীদ, সাং-কলেজ পাড়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল; ৩) মোঃ আবু সাদেক(৪৩), পিতা-মৃত: মজিবুর রহমান সানা, সাং-রাজাপুর, থানা-রূপসা, জেলা-খুলনা; ৪) মোঃ সেলিম হাওলাদার(৫৬), পিতা-মৃত: সেকেন্দার হাওলাদার, সাং-জলসা হোসনাবাগ, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-মুসলমান পাড়া ক্রস রোড, থানা-খুলনা; ৫) মোঃ আবু হানিফ জুয়েল(৩৫), পিতা-মোঃ জালাল হাওলাদার, সাং-বসুপাড়া এতিমখানা মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ নজরুল ইসলাম(৫২), পিতা-মৃত: বদরউদ্দিন সরদার, সাং-জোরসিং, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-ট্যাংক রোড, থানা-খুলনা; ৭) মোঃ ফারুক হোসেন(৪০), পিতা-নূর মোহাম্মদ হাওলাদার, সাং-রহিমনগর, থানা-রূপসা, জেলা-খুলনা; ৮) কামরুল ইসলাম(৬৫), পিতা-মৃত: আব্দুল কাদের, সাং-বড় খালপাড় টুটপাড়া, থানা-খুলনা, এ/পি সাং-ছোট খালপাড় টুটপাড়া, থানা-খুলনা; ৯) কুদ্দুস শেখ(৬৫), পিতা-মৃত: ইউনুস শেখ, সাং-পূর্ব বানিয়াখামার, থানা-লবণচরা; ১০) সেকেন্দার আলী খান(৩৫), পিতা-মৃত: জোহর আলী খান, সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল; ১১) নূর মোহাম্মদ(৩৬), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা; ১২) শেখ জাহাঙ্গীর আলম(৩৬), পিতা-শেখ মাহাবুবুর রহমান, সাং- লস্করপাড়া, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-নতুন বাজার, থানা-খুলনা এবং ১৩) মোঃ মনিরুল(৫৫), পিতা-আব্দুল মজিদ, সাং-টুটপাড়া কবরস্থান মোড়, থানা-খুলনা। উক্ত আসামীদ্বয়কে জুয়া খেলার সরঞ্জামসহ ৪৩ সেট তাস, ২টি সাদা কাপড়, ১টি কম্বল, ৮টি খাতা এবং নগদ ৮,৯৫৮ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। খুলনা থানায় গ্রেফতারকৃত সকল জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।