নিউমার্কেটে সাংবাদিকদের ওপর দোকান কর্মীদের হামলা
অনলাইন ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা করেছে নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা। তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত সাতজন সাংবাদিক ও ক্যামেরাপারসনের হামলা করতে দেখা গেছে দোকানকর্মীদের। আহতরা হলেন বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, তার ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরা পারসন কবির হোসেন , মাইটিভির রিপোর্টার ড্যানি ড্রং, আরটিভির ক্যামেরাপার্সন সুমন দে, আজকের পত্রিকার আলামীন রাজু ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর।
আহত সাংবাদিকদের নিউমার্কেট থেকে নীলক্ষেত মোড়ে এনে পেটাতে শুরু করেন দোকানকর্মীরা৷ এসএ টিভির ওই ক্যামেরাপারসনের মাথা ফেটে গেছে৷ দোকানকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করায় তাকে ‘ভুয়া ভুয়া’ বলে তাড়িয়ে দেন দোকানকর্মীরা৷
সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে৷ রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়৷ সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে।