ঢাকা থেকে ভারতের হায়দ্রাবাদে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু
নিউজ ডেস্ক:
ঢাকা থেকে ভারতের হায়দ্রাবাদে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে ইন্ডিগো। ভারতের বেসরকারি বিমান সংস্থাটি সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। সোমবার বিকেল পৌনে ৫টায় এই রুটের উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ইন্ডিগোর জেনারেল সেলস এজেন্ট রেনেসাঁ এভিয়েশন সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, উদ্বোধনী ফ্লাইটে ১৪২ জন যাত্রী হায়দ্রাবাদে গেছেন। প্রাথমিকভাবে ইন্ডিগো এই রুটে সোম ও শনিবার সাপ্তাহিক দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এই রুটে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে।
ইন্ডিগো ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে দুটি, ঢাকা-দিল্লি রুটে সাপ্তাহে তিনটি এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে।
Please follow and like us: