নলতা হাইস্কুলের দরিদ্র এস এস সি পরীক্ষার্থীদের ডা: আ: ওহাব কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
Post Views:
৩৫৪
মনিরুজ্জামান (মহসিন)ঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের মধ্যে মেধাবী, দরিদ্র ও অসহায় ১৩ জন পরীক্ষার্থীকে ফরম ফিলাপে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৮ এপ্রিল সোমবার বেলা ১ টায় নলতা হাইস্কুলের আইসিটি রুমে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য কাম ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ডা: আকছেদুর রহমান।
সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, অত্র হাইস্কুলের শিক্ষক মো. হাবিবুল্যাহ, আহ্ছান কবীর টুটুল,মো. মাহাবুর রহমান, মো. মিজানুর রহমান প্রমূখ।
খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আব্দুল ওহাব কর্তৃক ১৩ জন এস এস সি পরীক্ষার্থীকে ২০,৪০০ শত টাকা এবং নলতা শরীফের বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বদরুল আহছান বাবু প্রদত্ত ১ জনের ১৫০০ শত টাকা সহ মোট ১৪ জন এস এস সি পরীক্ষা ২০২২ এর ফরম ফিলাপে আর্থিক সহযোগিতা প্রাপ্ত বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা হলো-
ফারহানা আক্তার (পূর্বনলতা), ফারহানা সুলতানা (ভাড়াশিমলা), জান্নাতুল লামিয়া শেখ (কাজলা), শাকিলা খাতুন (নলতা শরীফ), রিতা পারভীন ও মো.আসলাম আলী (মাঘুরালী), শেখ রবিউল ইসলাম ও প্রান্ত মল্লিক (কাশিবাটী), মো: আব্দুল্লাহ আল মাহমুদ (নলতা শরীফ), মো: ইকরামুল ইসলাম (সেহারা), মো: ইসমাইল হোসেন (সাংবাড়ীয়া), অচিন্ত সরকার (ঘোনা), সোনালী স্বর্ণকার (নলতা স্বর্ণকারপাড়া) এবং আলফাজ (নলতা শরীফ)।