তালা তালার খলিষখালীতে ভিজি এফ’র চাল বিতরণ এপ্রিল ১৮, ২০২২ Dainik satkhira ০ Comments Post Views: ৩৬৯ ফারুক সাগরঃ তালার খলিষখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের দুস্থ মানুষের মাঝে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ে চালবিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান মোল্যা সাব্বীর হোসেন। চালবিতরণকালে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উত্তম দে, চায়না রানী,তপন বাছাড়, সবুজ সরদার, মোল্যা শফিকুল ইসলাম, আসাদুল গাজী, ইউপি সচিব বিশ্বজিৎ রায় প্রমূথ। এ সময় সেখানে উপস্থিত ১১৯৫ জন কার্ডধারীর মাঝে মাথাপিছু ১০কেজি চাল উপহার দেওয়া হয়। Please follow and like us: 20