পাটকেলঘাটায় তরকারি রান্না নিয়ে বকাবকি করায় মেয়ের আত্মহত্যা
Post Views:
৬২৩
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় খাদিজা খাতুন (১৯)নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দাবি নিহতের স্বজনদের। নিহত খাদিজা পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের সোহরাব হোসেনের মেয়ে এবং কুমিরা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচ এসসি পাশ ছিল ।
নিহতের মা মর্জিনা বেগম জানান, সকালে তরকারি রান্না করা নিয়ে আমি আমার মেয়েকে বকা বকি করি। তারপর সে ঘরে চলে যায়, অনেক সময় তার সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঘুলন্ত দেহ দেখতে পাই । এরপর ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।