পহেলা বৈশাখের পরই বছরের প্রথম সূর্যগ্রহণ
নিউজ ডেস্ক:
চলতি বছরে এখনও কোনো সূর্যগ্রহণের দেখা মিলেনি। তবে পহেলা বৈশাখের পরই ২০২২ সালের গ্রহণ শুরু হচ্ছে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৩০ এপ্রিল।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, বাংলাদেশে ও ভারত উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।
এই সূর্যগ্রহণটি আংশিক হবে। ৩০ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হবে সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় মধ্যরাতে ১২.৪৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে ভোর ৪.৩৮ মিনিট পর্যন্ত। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, আটলান্টিক, অ্যান্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগরে এই সূর্যগ্রহণ দেখা যাবে।
২০২২ সালে মোট ৪টি গ্রহণ হবে। এর মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় এবং সূর্যকে আড়াল করে তখন সূর্যগ্রহণ হয়।
Please follow and like us: