সরকারি সম্পত্তি  দখল করে  দোকানঘর নির্মানের অভিযোগ

স্টাফ রিপোটারঃ
সাতক্ষীরার  পাটকেলঘাটায়  সরকারি সম্পত্তি  দখল করে দোকান নির্মানের অভিযোগ উঠেছে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে  ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি বাজারে। ভূমি দখলকারী ব্যাবসায়ী আফছার  কাগুচি ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে দখলযজ্ঞ চালিয়ে যাচ্ছে আফছার ও তার লোকজন।সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দা আকরাম মোড়ল,  মানিক মোড়ল, সিরাজুল ইসলাম সহ অনেকে   জানায়,  ফুলবাড়ির বাজারের অধিকাংশ জায়গা হল  সরাকারি।আফছার তার ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে দাপটের সাথে দোকানঘর নির্মান করে যাচ্ছে। আমরা এই দখল যজ্ঞ বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অভিযুক্ত ঘর মালিক আফসার কাগুচি এবং ছেলে বিল্লাল হোসেন জানান,প্রায় ১০বছর আগে থেকে জমি আমাদের নামে রেকর্ড হয়। ওই সম্পত্তির সপক্ষে আমার  সব কাগজ পত্র আছে।তবে তাৎক্ষনিক কাগজপত্র চাইলে  তিনি  দকাগজ পত্র দেখাতে ব্যার্থ হন। কথার একপর্যায়ে দোকানঘরের কিছু অংশ সরকারী জায়গায় পড়েছে বলে অপকটে স্বীকার করে সংবাদ না  প্রকাশের অনুরোধ জানান তিনি।অতপর ঘটনাস্থল থেকে চলে  আসলে প্রতিবেদকের মোবাইল ফোনে ০১৭২১-৫১৪৫৯১ নাম্বার থেকে কল দিয়ে সমঝোতার জন্য টাকার প্রস্তাব দেওয়া হয়।এ বিষয়ে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমি বর্তমানে এলাকার  বাইরে আছি। তবে ওরা সরকারি জায়গায় ঘর নির্মান করছেনা বলে এমন দাবী করেন তিনি।
বিষয়টি নিয়ে  নগরঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা,শ্যামল অধিকারীর সাথে কথা বললে তিনি  জানান, আমি ঘটনাশোনা মাত্র শুক্রবার দোকান নির্মানের কাজ বন্ধ করে দিই।  যদি এরপরেও তারা কাজ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দায় এড়িয়ে তালা সহকারী ভূমি কর্মকর্তা তারেক সুলতান জানান লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান,  দ্রুত এ বিষয়ে আইনি  ব্যাবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)