আশাশুনিতে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পুত্রের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের পুত্র সাইফুল ইসলাম (লিটু) আইনের আশ্রয় নিতে মামলা করে এখন জীবনের নিরাপত্তাহীনতায় পড়েছেন। রবিবার (১০ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গেজেটভুক্ত রাজাকার (নং ১৫২) কাকড়াবুনিয়া গ্রামের মৃত ছোহরাব হোসেনের পুত্র মিজানুর রহমান এর অত্যাচার, মানবাধিকার লংঘন, জবর দখল, লুটপাট, সহিংসতায় ইউনিয়নের মানুষ চরমভাবে নিরাপত্তাহীন ও অসহায় হয়ে পড়েছে।
৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় মিজানুরের নেতৃত্বে তার সহচর আবু মুছা, সাহেব আলী, ইমান হোসেন ও অহিদুর রহমান(অহি)সহ অনেককে নিয়ে লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছে। তাদের অত্যাচারে স্থানীয় আব্দুল আজিজ, সত্যজিত মন্ডল, তার স্ত্রী মহারানী মন্ডল ও কন্যা রুপা মন্ডল নিজ জন্মভূমিতে ফিরতে পারছেনা। বিগত ২১শে ফাল্গুন প্রতিষ্ঠানের বাংসরিক ওয়াজ মাহফিলে বাজার বসা নিয়ে মিজানুর রহমানের সাথে তার মনোমালিন্যের জের ধরে গত ৫ মার্চ রাত আনুঃ ৮ তারা তার ঘরের ঢুকে তাকে মারতে থাকে।
ডাক চিৎকারে লোকজন এগিয়ে গেলে তারা ঘরের দেওয়ালে বাধানো বঙ্গবন্ধুর ছবি ভেঙ্গে দিয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীর সাথে আলাপ আলোচনা করে তাদের নামে সাতক্ষীরা চিপ জুডিশিয়াল আদালতে সিআর ৫৯/২২ নং মামলা দায়ের করি। মামলায় জামিন পেয়ে গত ৭ এপ্রিল বিকাল ৫ টার দিকে মহিষকুড় মৎস্য সেটে নামাজ পড়ে ইছার দোকানের সামনে পৌছলে তারা মামলা তুলে নিতে হুমকী দেয়। রাজি না হলে মারপিট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
সেখান থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর দীঘির ধারে পৌছালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সামনে তারা দ্বিতীয় দফা মারপিট করে। আওয়ামীলীগ নেতা তাদের বিবৃত করার চেষ্টা করেন। তিনি আবেগ জগিত কণ্ঠে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তানের নেতৃত্বে সন্ত্রাসী স্টাইলে বারবার হামলার শিকার ও পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকী দেওয়া হচ্ছে। আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা উগি¦গ্ন হয়ে পড়েছি। এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।