একটু ইয়ে হয়ে গেছে আর কী: তাইজুল
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় দিনের শুরুতে উইকেটের দেখা পেলেও বাংলাদেশের এ সাফল্যকে ম্লান করে দেয় প্রোটিয়াদের ৭ম উইকেটের জুটি। ১০০ বলে ৮০ রানের জুটি গড়েন ভিয়ান মুল্ডার ও কেশভ মহারাজ।
সেশনের শেষ দিকে মুল্ডার আউট হলেও ওই জুটির সৌজন্যেই বিশাল সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও দারুণ ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত প্রথমদিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কৃতিত্ব তাইজুল ইসলামের। শেষ বিকালে এই বাঁ-হাতি স্পিনারই বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফরমার। তিন উইকেটে ১৮৪ রান থেকে স্বাগতিকরা যে ২৭৮/৫-এর বেশি এগোতে পারেনি, এর কৃতিত্ব তাইজুলের। দিনশেষে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩২ ওভারে ৭৭ রানে তিন উইকেট।
গতকাল খেলা শেষে টিভি স্ক্রিনে বেশি দেখা গেল তাইজুল ইসলামকেই।
এ সময় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বললেন, “এই তো, এখানেই ম্যান অব দা ডে।”
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারের ফিফটিকে ছাপিয়ে নিকোলাসের চোখে দিনের নায়ক তাইজুল।
দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুলকেই পাঠায় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।
সেখানে তাইজুল জানালেন, আরও চাপ সৃষ্টি করতে না পারার দায়টা তাদেরই। একটু ইয়ে হয়ে গেছে।
এ বাঁহাতি স্পিনার বলেন, ‘আমরা যদি আরও একটু কমে তাদেরকে রাখতে পারতাম, হয়তো বা তাদের আরও একটু চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হতো, তাহলে আরও দু-একটা উইকেট পড়ার চান্স ছিল। আমার মনে হয় একটু ইয়ে হয়ে গেছে আর কী… সামান্য কিছু।’
‘ইয়ে’ বলতে তাইজুল কি বোঝাতে চাইছিলেন?
তাইজুল জানালেন, ‘প্রথম দিনের শুরুতে উইকেট থেকে সহায়তা পাচ্ছিলেন তারা। কিন্তু তখন তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পেসার-স্পিনার, সবারই বোলিং ছিল একটু এলোমেলো। প্রথম ১০ ওভারে বাউন্ডারি আসে ৭টি। প্রথম ২৫ ওভারে কেবল ৫টি বল ছিল স্টাম্পে।’
ওই সময়টা চাপ দিতে না পারাকে ‘ইয়ে হয়ে গেছে’ বললেন তাইজুল ইসলাম।