সাতক্ষীরা আশাশুনিতে ভুয়া পুলিশের সোর্স পরিচয়দানকারী খোকাবাবু গ্রেপ্তার
Post Views:
৭৩৮
আশাশুনি প্রতিনিধিঃ
পুলিশের সোর্স পরিচয়দানকারী বহুল আলোচিত একাধিক মামলার আসামি রায়হান উদ্দিন খোকা(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রায়হান উদ্দিন খোকা আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আমিনুদ্দিন সরদারের ছেল। বৃহস্পতিবার রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের তার বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, পুলিশের সোর্স পরিচয় দিয়ে খোকা বাবু নামে পরিচিতি লাভ করেন খাজরা ইউনিয়নের বহুল আলোচিত রায়হান উদ্দিন। তিনি নিজেকে কখনো পুলিশ কর্মকর্তা, কখনো পুলিশের সোর্স, কখনো সন্ত্রাসীদের লেডার সেজে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এলাকায় বহু অপকর্ম চালিয়ে গেছে সে। নাশকতা মামলার, ফেনসিডিল মামলা একাধিক মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়া নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এতেও সে খান্তো ছিল না, একাধিক বিয়ে করেছে খোকাবাবু। এমনকি তার হাত থেকে রেহাই পায়নি ঋষি সম্প্রদায়ের মেয়েরাও।
খাজরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম জানান, খাজরা ইউনিয়নের এমন কোন অপকর্ম নেই তার সাথে জড়িত ছিল না খোকাবাবু। সে পুলিশের একাধিক বার সোর্স পরিচয় দিয়ে মানুষের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নিয়েছে। এমনকি খাজরা ইউনিয়নের অনেক অপকর্মের মূল নায়ক সে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক এসআই মুহিতুর রহমান বলেন, রায়হান উদ্দিন খোকা কে বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে জমিজমা সংক্রান্ত মারামারি পাল্টাপাল্টি মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।