অধিনায়ক হিসেবে দায় পুরোপুরি আমারই
অনলাইন ডেস্ক: ডারবান টেস্টে ২৭৪ রানের টার্গেট তাড়ায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানেই হেরে যায় বাংলাদেশ।
দলের এমন বাজে হারের দায় পুরোপুরি নিজের কাঁধেই নিলেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, আমার মনে হয়, আমার দায়টা অনেক বেশি ছিল। অধিনায়ক হিসেবে দায়িত্বটা অনেক বেশি ছিল। যেটা আমি নিতে পারিনি দুই ইনিংসেই। প্রথম ইনিংসেও পারিনি, দ্বিতীয় ইনিংসেও পারিনি। আমার কাছে মনে হয়, দায়টা পুরোপুরি আমারই ছিল।
অধিনায়ক আরও বলেন, দলকে আমি সেভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি। অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই আমার দলকে আরও ভালোভাবে লিড দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো ম্যাচের চিত্রটা অন্যরকম হতে পারত।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৬৭
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭৪ ওভারে ২০৪।
বাংলাদেশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৫৩ (শান্ত ২৬, তাসকিন ১৪, মুমিনুল ২, মুশফিক ০, মাহমুদুল হাসান ৪, সাদমান ০, লিটন ২, ইয়াসির ৫, মিরাজ ০, খালেদ ০, ইবাদত ০*; মহারাজ ১০-০-৩২-৭, হার্মার ৯-৩-২১-৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কেশব মহারাজ