তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
- অনাকাঙিক্ষত ভাবে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে ৩ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটে ।মৃত শিশুটির নাম জানা যায়নি।ঘটনাটি ঘটে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের এম এন ব্রিকস্ নামক ইট ভাটায়।
ইট ভাটার স্বাধিকারী খায়রুল ইসলাম মনু জানায় তার মা সাথী আক্তার উক্ত ইট ভাটায় কাজ করত।তার দুই সন্তানের মধ্যে ছোট সন্তানের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ।বয়স তিন বছর ।তিনি আরো বলেন মৌসুমের প্রথম থেকে সে এখানে কাজ করে।
স্থানীয় শ্রমিকরা জানায় সাথী স্বামী পরিত্যক্তা।তার পিতার নাম কওসার।তার বাড়ি খলিলনগর ইউনিয়নের জিয়ালা নলতায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ইট তৈরীর প্রধান কাঁচমাল মাটি প্রস্তুত করা জন্য যে ছোট্ট অগভীর গর্ত তৈরি করা হয় সেই স্থানে তখন পানিতে পূর্ণ ছিল ।তার পাশে ছিল না কোন নিরাপত্তা বেষ্টনী ।এই অনিরাপদ জলাশয় শিশুটির মৃত্যুর প্রধান কারণ ।উক্ত ভাটায় আরোও অনেক কোমলমতী শিশু আছে তাদের পিতা মাতা সঙ্গে।
এ সকল শ্রমজীবী মানুষের দাবি তাদের ও তাদের সন্তানদের জীবনের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ।