মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরায় গুণীজনদের সংবর্ধণা ক্রেস্ট প্রদান করা হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তচিন্তা মঞ্চের
আয়োজনে সাতক্ষীরায় গুণীজনদের সংবর্ধণা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মুক্তচিন্তা মঞ্চ সাতক্ষীরা’র আয়োজনে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে
গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন
গুনীজনদের হাতে সংবর্ধণা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ
মো. মফিজুর রহমান।
এসময় দর্শক কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং মীর ইশরাক আলী ইসু
মিয়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের
প্রাক্তন অধ্যক্ষ এম এ এম আব্দুল ওয়াহেদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির
আহবায়ক জেলা আওয়ামী লীগের দপ্তর শেখ হারুন উর রশিদ, কমিটির সদস্য সচিব
অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ।