আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ
“চলো যাই যুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে” এই
শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য
বিলোপ দিবস-২২ উপলক্ষে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান করা
হয়েছে। বাংলাদেশ দলিত যুবঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির
আয়োজনে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত
মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের বিভাগীয়
সভাপতি সুব্রত কুমার দাশ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার
আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক
দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের
জেলা কমিটির সভাপতি সুমন দাশ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন
দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।
মানববন্ধন শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি
নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাতক্ষীরা জেলা
প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে তারা দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ
আইন প্রনয়ন, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টের প্রতিশ্রæতি
বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন এর আলোকে সেবা প্রদান
যুগোপযোগী করা, দলিত হরিজন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে
প্রবেশাধিকার নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা
প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।