দুই বোনকে পালাক্রমে ধর্ষণের ৯ মাস পর র্যাবের জালে জুয়েল
নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় দুই বোনকে পালাক্রমে ধর্ষণের মামলায় প্রধান আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার ৯ মাস পর গত সোমবার (২১ মার্চ) গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল চকরিয়ার বদরখালী লম্বাখালী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
বুধবার র্যাব- ১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে প্রতিবেশি দুই বোনকে তাদের বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘুমের ওষুধ খাইয়ে দেয় জুয়েল। পরে দুই বোন ঘুমিয়ে পড়লে তাদের পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগীদের পরিবার ঘটনাটি চকরিয়া থানায় অবহিত করে। পরে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হলে জুয়েলকে আসামি করে ঐ বছরের ২৪ জুন চকরিয়া থানায় মামলা করে ভুক্তভোগীদের পরিবার। এরপরই থেকে ধর্ষক আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এদিকে ধর্ষণের ঘটনা জানার পর র্যাব আসামিকে গ্রেফতার করতে তৎপরতা শুরু করে। আসামি গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বারবার অবস্থান পরিবর্তন করে। এক পর্যায়ে র্যাব নিশ্চিত হয়- জুয়েল গাজীপুরে অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে ২১ মার্চ সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জুয়েল ধর্ষণের বিষয়টি স্বীকার করে।
র্যাব- ১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।