দেবহাটায় দুই বোতল মদসহ মাদক কারবারি আজগার গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় অভিযানকালে দুই বোতল ভারতীয় মদসহ আজগার আলী (৩০) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে চর রহিমপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং চিহ্রিক চোরাকারবারি রওশন আলীর ভাই। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ভাঁতশালা এলাকা থেকে দেবহাটা থানার এসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চোরাকারবারি আজগারকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ভারতীয় দুই বোতল মদ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসি জানায়, চোরাকারবারি রওশন আলীর সহযোগীতায় প্রতিনিয়ত সীমান্তরক্ষী বাহিনীকে ম্যানেজ করে ভারত থেকে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটের চালান দেশে এনে এলাকায় বেঁচাকেনার পাশাপাশি বিভিন্ন জেলায় সরবরাহ করতো গ্রেফতারকৃত আজগার আলী ও তার অন্যতম সহযোগী নাজমুল। শুক্রবার রাতে এমন একটি সংবাদের ভিত্তিতে মাদকের ক্রেতা সেজে ভাঁতশালা সীমান্তে পৌঁছায় দেবহাটা থানা পুলিশের একটি দল। পুলিশের এমন মতলব বুঝতে পেরে বাঁচার জন্য স্থানীয় বিজিবিকে খবর দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারি আজগারের অপর সহযোগী নাজমুল। একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দু’বোতল ভারতীয় মদসহ চোরাকারবারি আজগারকে গ্রেফতার করলে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা উল্টো পুলিশের ওপর খবরদারি শুরু করে। পরে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিজিবি’র বাঁধা টপকে মদসহ গ্রেফতার আজগারকে থানায় নেন পুলিশ সদস্যরা। এঘটনায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে শনিবার গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি আজগার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।