যুদ্ধাপরাধী মামলায় সাতক্ষীরার আশাশুনির সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-০২
আসাদুজ্জামানঃ
যুদ্ধাপরাধী মামলায় সাতক্ষীরার আশাশুনি
উপজেলার বুধহাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল
হাসেমসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়ন থেকে তাদের
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম (৭২)
বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান এবং চাপড়া গ্রামের মুজিবুর
রহমান দনু (৭৫)।
বেলা সাড়ে ১২টার দিকে পাইথালীর গুড়গুড়ি নামকস্থানে তার নিজস্ব
মৎস্য ঘের থেকে আবুল হাসেমকে এবং মুজিবুর রহমান দনুকে
চাপড়া নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের
অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. চমন আরা। প্রায় এক মাস
আগে ঢাকা থেকে পিবিআই একটা টিম তাদের বিষয়ে তদন্তে করেন
বলে জানা গেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তাদের
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ১৯৭১
সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। যে
কারনে রোববার দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা তাদেরকে
গ্রেফতার করে।