আশাশুনিতে পল্লী সমাজের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে পল্লী সমাজের নেতৃত্ব বিকাশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টায় ব্র্যাক আশাশুনি অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের ২০ জন পল্লী সমাজের নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন, ব্র্যাক খুলনা আঞ্চলিক অফিসের ক্যাপাসিটি ইউনিট এর সিনিয়র অফিসার তৃপ্তি সাহা, সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির অফিসার নাজির হোসেন।
প্রশিক্ষণে নারীর অমর্যাদা, বৈষম্য, অধিকার, সোস্যাল মবিলাইজেশনের কাজ ও তার ভ‚মিকা, নির্যাতনের শিকার নারীদের সমন্বিত সেবা, লিগ্যাল এইড ক্লিনিকের সেনা সমুহ, শালিসযোগ্য, অযোগ্য, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক, পুনরোদ্ধার, দেনমোহর, ভরণপোষনণ ও সন্তানের অভিবাবকত্ব ও তত্বাবধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।