কিয়েভের মানসিক হাসপাতাল দখলে নিল রুশ সেনারা
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের দুটি শহরে, মারিওপোল ও ভলনোভাখা, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলে আসছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। এমতাবস্থায়, কিয়েভের একটি মানসিক হাসপাতাল দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী।
ইউক্রেনের নিউজ প্ল্যাটফর্ম হ্রোমাদস্কের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (মার্চ ৫) কিয়েভ থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বোরোদিয়াঙ্কা নামক একটি শহরের মানসিক হাসপাতাল দখলে নিয়েছে রুশ সেনারা যেখানে তারা প্রায় ৬৭০ রোগীকে ভিতরে আটকে রেখেছে।
বিষয়টি নিশ্চিত করে কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানান, রুশ সেনারা বোরোদিয়াঙ্কার হাসপাতালটি দখলে রেখেছে।
মানসিক হাসপাতালের ভিতর আটকে পড়া রোগীদের উদ্ধারের ব্যাপারে ওলেক্সি কুলেবা বলেন, আমরা জানিনা কিভাবে এই লোকদের সরিয়ে নেওয়া যায়, কিভাবে তাদের সাহায্য করা যায়। তাদের পানি ও ওষুধ ফুরিয়ে যাচ্ছে বলেও জানান কিয়েভের আঞ্চলিক গভর্নর।
তিনি আরো জানান, আটকে পড়া রোগীরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যাদের নিয়মিত সাহায্যের প্রয়োজন। তাদের মধ্যে অনেকেই বছরের পর বছর শয্যাশায়ী।
ইউক্রেনের মিডিয়া হ্রোমাদস্কের মতে, হাসপাতালটি যে কোন সময় ভেঙে পড়তে পারে।
এদিকে, রাশিয়ার মিডিয়া স্পুটনিক জানিয়েছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খোলার অংশ হিসেবে সকাল ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে সামরিক অভিযান বন্ধ করছে রাশিয়া, যাতে করে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) আজভ সমুদ্র তীরের শহর মারিওপোলের বাসিন্দারা নিরাপদে গন্তব্যে যেতে পারেন।
সূত্রঃ বিবিসি