জাতীয় শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা পর্যায়ে ৫০তম জাতীয়
শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা ও বিজয়ী
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা স্কুল,
মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে শুক্রবার (৪
মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ
আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন বাংলাদেশের মধ্য সাতক্ষীরা ক্রিড়া অঙ্গনে অনেক
এগিয়ে আছে। তোমাদের মাধ্যমেও সাতক্ষীরা জেলা এগিয়ে
যাবে। পড়াশোনার সময় পড়াশোনাও করতে হবে সেইসাথে
খেলাধূলাটাও থাকতে হবে। এম ঈদুজ্জামান ইদ্রিসের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার
খালিদ জাহাঙ্গীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সমরেশ কুমার দাশ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর
রউফ, মোবাশ্বের বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল, জাহিদ হাসান,
হাবিবুর রহমান, আশরাফুর রহমান, সাইদুর রহমান, রঘুনাথ
সরকার, বিশ্বজিৎ মন্ডল, সিরাজুল ইসলাম প্রমুখ।