শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান চালাবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা পরমাণু যুদ্ধের আকাঙ্ক্ষা করছে তবে রাশিয়া তার নিজের মতো করে শেষ পর্যন্ত ইউক্রনে অভিযান চালাবে।
তিনি বলেন, পশ্চিমা নেতাদের মাথার মধ্যে প্রতিনিয়ত পরমাণু যুদ্ধের জাল বোনা হচ্ছে, এতে রুশ রাজনীতিকরা জড়িত নন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ল্যাভরভ জোরালো ভাষায় বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে, আমাদেরকে ভারসাম্যহীন করার জন্য কাউকে কোনো উসকানি দেয়ার সুযোগ দেবো না। একইসঙ্গে ইউক্রেনকে ন্যাটোর সদস্য হয়ে রাশিয়ার জন্য ঝুঁকি তৈরির সুযোগ দেবো না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ন্যাটো জোট রাশিয়ার ওপর সামরিক প্রাধ্যান্য অর্জনের চেষ্টা করছে কিন্তু সরকার কাউকে রাশিয়ার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করতে দেবে না। একইসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন যেখানে নাজিবাদ শক্তিশালীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে।
রাশিয়া বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার জবাবে ল্যাভরভ বলেন, রুশ সেনাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয়া রয়েছে যে, হাই প্রিসিশন অস্ত্র ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র ইউক্রেনের সামরিক স্থাপনা ধ্বংস করতে হবে। চলমান সংকট সমাধানে রাশিয়ার মধ্যে সদিচ্ছা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।