বিএনপি নেতা রিজভীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও অনুমতি ছাড়া মহাসড়কে মিছিলের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার রাতে সাভার মডেল থানার এসআই নুরুল কবির সৈকত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেল, আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হোসেন ও আশুলিয়া থানার ছাত্রদল নেতা জালাল ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, বুধবার বিএনপির নেতাকর্মীরা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হন। পূর্ব অনুমতি না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন এসআই নুরুল কবির সৈকত।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও অনুমতি ব্যতীত মহাসড়কে মিছিলের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।