চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৮ মার্চ
নিউজ ডেস্কঃ
দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী ৫ মার্চ শনিবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস গণনা। আর ১৮ মার্চ দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন।
সভার সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
Please follow and like us: