দীর্ঘদিন বন্ধের পর সাতক্ষীরায় ৩৯০টি প্রাথমিক স্কুল খুলেছে!
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বেশ কিছুদিন বন্ধের পর প্রাথমিক পর্যায়ের স্কুল খোলা শুরু হয়েছে। সকাল থেকে কোমলমতি শিশুরা কাধে ব্যাগ ভর্তি বই নিয়ে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পেরে বেশ খুশী। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা পরিপাটি হয়ে স্ব-স্ব স্কুলের নির্ধারিত স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পর ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তাদের কলরবে মুখরিত হয়ে পড়ে স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
তবে অনেক স্কুল পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় ঠিকমত ক্লাস হয়নি। আগামীকাল থেকে নিয়মিত ক্লাস করা সম্ভব হবে বলে জানান সংশ্লিস্টরা। সাতক্ষীরা জেলায় ৩৯০ টি প্রাথমিক বিদ্যালয় একযোগে খোলা হয়েছে।
Please follow and like us: