কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
কামরুল হাসানঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্ব গাঁথা ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে সারাদেশের ন্যায় কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
অতিথিবৃন্দ বক্তব্যকালে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন-সংগ্রাম সহ বিভিন্ন গৌরবগাঁথা অবদানের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্ব-স্ব অবস্থানে থেকে দেশ ও দশের জন্য কাজ করার জন্য প্রস্তুত হতে হবে।
পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে পৌরসভার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, কলারোয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ক.পা.ই সভাপতি শেখ সহিদুল ইসলাম, সম্পাদক এড. শেখ কামাল রেজা, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, ফারহানা হোসেন, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, মেজবাহ উদ্দীন নিলু, আলফাজ উদ্দীন, ইমাদুল ইসলাম, আকিমুদ্দীন আকি, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, আওয়ামী লীগ নেতা আবু মুহিত, মাস্টার আলমগীর হোসেন, আবুল কাশেম, সাবেক যুবলীগ নেতা শহিদ আলী, শেখ মাসুমুজ্জামান মাসুম, নয়ন, তবিবর রহমান, মোস্তাক, সাবেক ছাত্রলীগ নেতা জজ, আওয়ামী লীগ নেতা জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ।
অনুরূপভাবে, কলারোয়া উপজেলার চন্দনপুর, জয়নগর, জালালাবাদ, কয়লা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, হেলাতলা, কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নের প্রতিটি (৯টি) ওয়ার্ডে পৃথকভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের নেতৃত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।