তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম
নিউজ ডেস্ক:
সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কম। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপাতত সাগরে কোনো লঘু চাপ নেই। আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (সোমবার) সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানীর তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান আছে।’
শিলা বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতকাল শেষ। তাই এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।’
ভোরের দিকে দেশের নদী-অববাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।