দেবহাটায় মৎস্য ঘের লুটকালে বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি,দেবহাটা: দেবহাটার ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়ারচকে নিরাপদ মন্ডল (৪০) নামের এক সংখ্যালঘুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নিরাপদ মন্ডল নোড়ারচক গ্রামের গনেশ মন্ডলের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে পিটিয়ে জখমের ঘটনাটি ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে নিরাপদ মন্ডলের মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে মাছ লুট শুরু করে একই গ্রামের মৃত যোগেশ্বর মন্ডলের দুই ছেলে বিশ্বজিত মন্ডল (৩৮), ইন্দ্রজিত মন্ডল (২৫) ও একই গ্রামের সুগেন্দ্রনাথ মন্ডলের ছেলে অমিত মন্ডল (৫৬)। বিকেলে খবর পেয়ে ঘের মালিক নিরাপদ মন্ডল তার মাছের ঘেরে পৌঁছে প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে তাকে অতর্কিত নিরাপদ মন্ডলে ওপর হামলা ও তাকে পিটিয়ে জখম করেন প্রতিপক্ষ বিশ্বজিত মন্ডল, ইন্দ্রজিত মন্ডল ও অমিত মন্ডল। মারপিটের একপর্যায়ে আশপাশের ঘের মালিক ও কর্মচারীরা গুরুতর আহত অবস্থায় নিরাপদ মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে মৎস্য ঘের লুট ও মালিক নিরাপদ মন্ডলকে পিটিয়ে জখমের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রাতেই নাটকীয়ভাবে আহতের ভান ধরে হাসপাতালে ভর্তি হন মারপিটে নেতৃত্ব দেয়া প্রতিপক্ষের বিশ্বজিত মন্ডল। এমনকি আহত ঘের মালিক নিরাপদ মন্ডলের থানায় অভিযোগ দায়েরের পর নিজেদের বাঁচাতে উল্টো আহত নিরাপদ মন্ডলের বিরুদ্ধেই পাল্টা আরেকটি অভিযোগও থানায় দায়ের করেছে প্রতিপক্ষরা।
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, মারপিটের ঘটনায় পৃথক অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত পরবর্তী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।