পোল্যান্ড ও রোমানিয়ায় প্রবেশ করেছে ২০০ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:
ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক পোল্যান্ড ও রোমানিয়ায় প্রবেশ করেছেন। শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা প্রায় ৭০০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করছি।
ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে কাজ করছে।
এর আগে, ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোতে দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান করে বাংলাদেশ। তাছাড়া পোল্যান্ড ও রোমানিয়া বাংলাদেশিদের অস্থায়ী আশ্রয় দিতে এগিয়ে এসেছে।
শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।