ইউক্রেনের গ্যাস লাইন উড়িয়ে দিলো রুশ সেনারা
আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমন এখনও অব্যাহত আছে। এরই মধ্যে জানা গেছে, পূর্ব ইউক্রেনের খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনারা।
রোববার স্থানীয় সময় ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে, ইউক্রেনের ‘স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস এন্ড ইনফরমেশন প্রোটেকশন’। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে চেরনোবিল পরমাণু কেন্দ্র দখলে নেয় রুশ সেনারা। তার মধ্যেই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে ইউক্রেন সরকার।
ঘটনাস্থল থেকে যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে তীব্রশব্দে বিস্ফোরণের পর ছত্রাকের আকারে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীকে ফুলে উঠতে দেখা যায়। তবে এই হামলায় গ্যাস সরবরাহ কতটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার গ্যাস ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করার কাজ অব্যাহত রেখেছে ইউক্রেন।