কুল্যায় দু’দিনের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যায় দু’দিনের চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) কুল্যাস্থ অবঃ ডিস্ট্রীক্ট রেজিষ্ট্রার মরহুম আঃ গফুর সাহেবের বাগান বাড়িতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মিসেস রাবেয়া গফুর ও পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে ‘দিশারী বিনামূল্যে চিকিৎসা সহায়তা’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ। বৃহস্পতিবার প্রথম দিনে ৩৫০ জন চক্ষু রোগিকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং অর্ধ শতাধিক রোগির ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। শুক্রবার দ্বিতীয় দিনে সকল প্রকার রোগিদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মাস্টার শহিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও মিসেস রাবেয়া গফুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন, বার্ডেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোসান্না গালিব, ল্যাব এইডের মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া করিম ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মুক্তিবালা গাইন। সহযোগিতায় ছিলেন, এড. দেবাশীষ মুখার্জী, গ্রাম ডাক্তার রফিক আহম্মেদ, বাচ্চু, সুজন, জিল্লুর রহমান, সোহাগ, আমেনা, আবুল হাসান, অমিত হাসান ইমন প্রমুখ।